ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

রেললাইনের ওপর ঘুমিয়ে প্রাণ গেল তিন যুবকের

রেললাইনের ওপর ঘুমিয়ে প্রাণ গেল তিন যুবকের

ঘটনাস্থলে আশপাশের মানুষের ভিড় -সমকাল

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ | ২৩:৩৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২০ | ০১:৪২

মোহনগঞ্জ- ময়মনসিংহ রেলপথে নেত্রকোনার বারহাট্টা উপজেলা সদরের সাহতা ইউনিয়নের দশাল নামক স্থানে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত হয়েছেন। রোববার ভোরে এই ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতরা হলেন- উপজেলার স্বল্প দশাল গ্রামের মৃত আবদুল হেকিমের ছেলে স্বপন মিয়া (২২) ও রিপন মিয়া (২৪) এবং একই গ্রামের মৃত কুরপান আলীর ছেলে মোকলেছ মিয়া (২৮)। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, জেলার বারহাট্টার স্বল্প দশাল গ্রামের স্বপন মিয়া, ভাই রিপন মিয়া ও মোকলেছ মিয়া রেললাইনের পাশের পুকুরে মাছ ধরার জন্য শ্যালো মেশিনে সেচ দিচ্ছিলেন। রোববার ভোরে ক্লান্তি দেখা দিলে তারা তিনজন রেললাইনের ওপর ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তিনজন ঘটনাস্থলেই মারা যান। সকালে এলাকাবাসী বিষয়টি দেখে স্থানীয় বারহাট্টা থানা পুলিশকে জানায়। 

ময়মনসিংহ রেলওয়ে পুলিশের ওসি মাজহারুল হক জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×