ফুলবাড়িয়ায় মেছো বাঘের মৃত্যু

মেছো বাঘের মরদেহ
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২০ | ০৮:১২
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী এলাকার ভালুকা-সাগরদিঘী সড়কের পাশে একটি মেছো বাঘের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে কোনো সড়ক দুর্ঘটনায় বাঘটির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে সড়কটির বাজুয়া নদীর ব্রিজের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় কাহালগাঁও গ্রামের চান্দু মুন্সি, মজিবুর, বাবুল মিয়া ও রুবেল মাস্টার জানিয়েছেন, সকালে তারা যখন ওই সড়ক দিয়ে হাঁটাহাঁটি করছিলেন, তখন মেছো বাঘের মরদেহ দেখতে পান। বাঘটির মাথায় আঘাতে চিহ্ন রয়েছে। তাদের ধারণা, রাতে সড়ক দুর্ঘটনায় বাঘটির মৃত্যু হয়েছে।
এনায়েতপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য গোলাম রব্বানী তালুকদার বলেন, বাঘের মরদেহ উদ্ধারের ঘটনাটি আমি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি। পরে থানায় বিষয়টি জানিয়েছি।
এ বিষয়ে বন বিভাগের এনায়েতপুর এবং ভালুকার কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান সমকালকে বলেন, বাঘের মৃত্যুর খবরটি শুনেছি। খোঁজ নিয়ে দেখতে হবে। এরপর জানা যাবে প্রকৃত ঘটনা।
- বিষয় :
- মেছো বাঘ
- বাঘের মরদেহ