ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

কালীগঞ্জে বাস খাদে পড়ে হেলপার নিহত

কালীগঞ্জে বাস খাদে পড়ে হেলপার নিহত

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০২:৩৩

ঘন কুয়াশার কারণে ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাদপুর সড়কের লাউতলা নামক স্থানে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় বাসের হেলপার মিরাজ হোসেন (২৩) নিহত হয়েছেন। এসময় আরও ৪ জন বাসযাত্রী আহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে।   

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে যাত্রীবাহী শাপলা পরিবহনের একটি বাস চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছিল। পথিমধ্যে লাউতলা নামক স্থানে পৌছালে ঘন কুয়াশার কারণে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই হেলপার মিরাজ নিহত হয়। আহত ৪ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

whatsapp follow image

আরও পড়ুন

×