ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

চাচার ট্রাকের নিচে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ভাতিজার

চাচার ট্রাকের নিচে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ভাতিজার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৩:০৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০৩:৩৬

বগুড়ার শেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো. ইয়াকুব আলী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার বগুড়া বাজার এলাকায় চান্দাইকোনা-রানীরহাট আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইয়াকুব উপজেলার সুঘাট ইউনিয়নের সদর হাসড়া গ্রামের আবু সাঈদের ছেলে।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, সকালে নিহত ইয়াকুব আলী মোটরসাইকেল যোগে ভবানীপুর বাজারে যাচ্ছিলেন। অন্যদিকে মালবাহী ওই ট্রাকটিও একইদিকে যাচ্ছিল। ট্রাকটির চালক সম্পর্কে নিহতের চাচা হওয়ায় তারা পাশাপাশি যান চালিয়ে গল্প করছিলেন। একপর্যায়ে ট্রাক ও মোটরসাইকেলটি বগুড়া বাজার এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের চালক ইয়াকুব আলী নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে চলে যান এবং চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান বলে জানান ওই স্টেশন কর্মকর্তা।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা নেয়া হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×