ফের চালু হচ্ছে রাজশাহী সদর হাসপাতাল
সদর হাসপাতাল ভবন -সমকাল
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৬:৫৬
রাজশাহী সদর হাসপাতালের চিকিৎসা সেবা কার্যক্রম ফের চালু হচ্ছে। হাসপাতালটি চালু করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দেওয়া হয়েছে।
গত ২ ডিসেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ রোকন উদ্দিন এই চিঠি পাঠান। গণমাধ্যমে রাজশাহী সিটি করপোরেশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
রাজশাহী সদর হাসপাতাল সূত্রে জানা যায়, ব্রিটিশ সরকারের শাসনামলে স্থাপিত রাজশাহী সদর হাসপাতালের ভবনটিতে আগে সাধারণ জ্বর, সর্দি, কাশি, মাথা ব্যথাসহ অন্যান্য রোগের ফ্রি চিকিৎসা দেওয়া হতো। পরবর্তীতে এখানে মেডিসিন, নাক, কান, গলা, হাড় জোড়ার পাশাপাশি অপারেশন সেবাও চালু করা হয়। ২০০৪ সালের দিকে সদর হাসপাতালটি বন্ধ হয়ে যায়। এবং এখানকার সেবাগুলো রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সদর হাসপাতালের ভবনটিতে রাজশাহী মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটের কার্যক্রম চালু রয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালটি চালু করার জন্য স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ডিও দিয়েছিলেন সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।