ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

অতি বিপন্ন গৃধিনী শকুন উদ্ধার

অতি বিপন্ন গৃধিনী শকুন উদ্ধার

উদ্ধারকৃত শকুন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৮:২৮ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০৮:৩৫

সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের চর ধুবিল এলাকা থেকে অসুস্থ অবস্থায় হিমালয়ান গৃধিনী প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে চর ধুবিল গ্রামের একটি পুকুরের পানিতে পড়ে ছটফট করছিল শকুনটি। স্থানীয় কয়েকজন যুবক তা দেখতে পেয়ে উদ্ধার করেন। পরে শকুনটি গ্রামের মাসুমের বাড়িতে নিয়ে বেঁধে রাখা হয়। খবর পেয়ে সিরাজগঞ্জের পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউসের সদস্যরা গিয়ে শকুনটি উদ্ধার করেন। 

সংগঠনের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, শকুনটি প্রথমে দিতে রাজি হচ্ছিলেন না মাসুম। পরে সাংবাদিককের সহায়তায় তার কাছ থেকে সেটি উদ্ধার করা হয়।

যশোর সার্কেলের রাজশাহী বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম জানান, শকুনটির ছবি দেখে মনে হচ্ছে তা হিমালয়ান গৃধিনী প্রজাতির।

এদিকে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্য প্রাণী পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, শকুনটি হয়তো ভারত কিংবা হিমালয় এলাকা থেকে বাংলাদেশে এসেছে। সাধারণত বিপন্ন পরিবশে, খাদ্যের অভাবসহ নানা সংকটে এরা দেশে-বিদেশে ছুটে বেড়ায়। এই শকুন ধিরস্থিরভাবে চলাচল করে, ফলে যে কেউ ধরে ফেলতে পারে।

তিনি জানান, বর্তমানে শকুনটি দি বার্ড সেফটি হাউসের হেফাজতে রয়েছে। দু'একদিনের মধ্যেই সেখান থেকে সংগ্রহ করে দিনাজপুর ভেটেরিনারি রিহ্যাবিলেটেশন সেন্টারে পাঠানো হবে।

whatsapp follow image

আরও পড়ুন

×