ফুলবাড়ী সীমান্তে পড়ে ছিল হাত বিচ্ছিন্ন লাশ
ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৯:২৯
দিনাজপুরের ফুলবাড়ীতে ভারতের সীমান্তরেখা থেকে ১৪ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে বেলাল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির হাত বিচ্ছিন্ন ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। বাঁ হাত বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করা হলেও বিচ্ছিন্ন হাতের অংশ উদ্ধার করতে পারেনি ফুলবাড়ী থানা পুলিশ।
লাশটি বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের মিরপুর জলেশ্বরী গ্রামের বাংলাদেশ-ভারত সীমান্তের ৩০১/১৪ এস পিলারের ১৪ গজ বাংলাদেশ অভ্যন্তর থেকে উদ্ধার করা হয়।
নিহত বেলাল ওই গ্রামের প্রয়াত ওসমান আলী মণ্ডলের ছেলে এবং ওমান প্রবাসী। তিনি দেড় মাস আগে ওমান থেকে দেশে ফেরেন।
নিহতের বড় ভাই আব্দুল জলিল জানান, বেলাল গত বুধবার রাত ১১টায় খাওয়া শেষে বাইরে বেরিয়ে যান। বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতের সীমান্তের শূন্যরেখা থেকে ১৪ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে বাঁ হাত বিচ্ছিন্ন অবস্থায় বেলালের ক্ষতবিক্ষত লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী রাত ৩টার দিকে তাদের খবর দেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে যাওয়ার জন্য উদ্যোগ নেন। কিন্তু ঘটনাস্থল সীমান্তের শূন্যরেখা সংলগ্ন হওয়ায় এবং লাশের নিয়ন্ত্রণ নেওয়ায় দায়িত্বরত বিজিবি সদস্যরা পরিবারের লোকজনকে ওই সময় ঘটনাস্থলে যেতে দেননি। বৃহস্পতিবার সকাল ১১টার পর বিজিবি-পুলিশসহ জনপ্রতিনিধিদের উপস্থিতিতে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। তবে কী কারণে তার ভাইকে নির্মমভাবে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে হত্যা করা হয়েছে এর সঠিক কারণ জানা নেই জলিলের।
কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন বলেন, ঘটনাটি জানার পর ফুলবাড়ী ২৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক, ইউএনও এবং থানার ওসিকে ঘটনাটি জানাই। পরে ঘটনাস্থলে গিয়ে আমার উপস্থিতিতে পুলিশের কাছে বিজিবি লাশটি হস্তান্তর করে।
ফুলবাড়ী থানার ওসি ফখরুল ইসলাম বলেন, বিজিবির কাছ থেকে বাঁ হাত বিচ্ছিন্ন অবস্থায় বেলালের লাশ গ্রহণ করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে দেহ থেকে বিচ্ছিন্ন হওয়া বাঁ হাতটি ঘটনাস্থলের আশপাশে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এ ব্যাপারের থানায় একটি মামলা করা হয়েছে।
ফুলবাড়ী ২৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শরীফ উল্লাহ আবেদ (এসজিপি) বলেন, সীমান্তে পড়ে থাকা লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।