শিশু ধর্ষণের দায়ে বৃদ্ধের যাবজ্জীবন
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৯:৩২
চারবছর আগে প্রতিবেশী নয় বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের দায়ে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় দেন।
দণ্ডিত মো. আলমগীর হোসেন কুমিল্লা জেলার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের বাসিন্দা। তিনি নগরের বায়েজিদ বোস্তামি থানার বাংলাবাজার এলাকার একটি বাসায় থাকতেন। এখন কারাগারে আছেন তিনি। বৃহস্পতিবার তার উপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।
ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর এম এ নাসের বলেন, ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। জরিমানার টাকা না দিলে আরও ছয় মাস কারাগারে থাকতে হবে তাকে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ৮ জুন বিকেলে প্রতিবেশী নয় বছর বয়সী এক শিশুকে কৌশলে নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন আলমগীর। ১৯ জুন তাকে ভয়ভীতি দেখিয়ে আবারও ধর্ষণ করেন ওই বৃদ্ধ। বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা বিষয়টি ওই শিশুর মাকে জানায়। মা জিজ্ঞেস করার পর শিশুটি পুরো ঘটনা খুলে বলে। ওই বছরের ২৪ জুন শিশুটির মা আলমগীরের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। ২০১৬ সালের ১৮ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৭ সালের ২৫ জুলাই আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। মোট ১০ জনের সাক্ষ্যগ্রহণের পর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় আসামিকে দোষী সাব্যস্ত করে রায় দিলেন আদালত।
- বিষয় :
- যাবজ্জীবন কারাদণ্ড
- ধর্ষণ
- শিশু ধর্ষণ