চাঁদাবাজি মামলায় খালাস পেলেন নূর হোসেন
ফাইল ছবি
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১১:২৩
ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলা থেকে খালাস পেয়েছেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেন। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। একই মামলা থেকে খালাস পেয়েছেন নূর হোসেনের ভাতিজা নাসিকের ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদলসহ আরও পাঁচজন।
খালাস পাওয়া অন্যরা হলেন- শাহজাহান, নূর হোসেনের দেহরক্ষী মর্তুজা জামান চার্চিল, নূর হোসেনের ক্যাশিয়ার আলী মোহাম্মদ ও বুলবুল। একই আদালতে নূর হোসেনের বিরুদ্ধে আরও ছয়টি মামলার বিচার চলছে।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি অ্যাডভোকেট জাসমীন আহমেদ বলেন, ২০১৩ সালের ৩০ মে সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল এলাকার ব্যবসায়ী ইকবাল হোসেনের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন নূর হোসেন। চাঁদা না পেয়ে ইকবালের ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করে নূর হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় নূর হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন তিনি।
- বিষয় :
- চাঁদাবাজি মামলা
- নূর হোসেন