ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

চা -বাগানে ফ্যাক্টরির দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

চা -বাগানে ফ্যাক্টরির দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২১ | ০২:৫৩ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২১ | ০২:৫৬

হবিগঞ্জের চুনারুঘাটে ফ্যাক্টরির দেয়াল ধসে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দেওউন্দি চা-বাগানের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-আমিন মালের ছেলে স্বপন মাল ও দিনেশ বাকতির ছেলে অজিত বাকতি। তারা দুইজনই ওই বাগানের নিয়মিত শ্রমিক ছিলেন।

দেওন্দি চা-বাগানের ডেপুটি ম্যানেজার দেবাশীষ রায় জানান, সকাল থেকে শ্রমিকরা ফ্যাক্টরির ভেতরের দেয়াল মেরামতের কাজ করছিলেন। দুপুরের দিকে হঠাৎ একটি দেয়াল ধসে পড়লে দুই শ্রমিক চাপা পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিনতি শর্মা তাদেরকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আবু নাঈম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

×