'প্রেমিকা'র অপমান সইতে না পেরে বিষপান যুবকের

প্রতীকী ছবি
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২১ | ০৫:২২
'প্রেমিকা'কে পরিবারের লোকজন অপমান করায় পটুয়াখালীর দশমিনায় জুলহাস মোল্লা (১৯) নামে এক যুবক কিটনাশক পানে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় দশমিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার রনগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর গ্রামে এই ঘটনা ঘটে।
ওই যুবকের স্বজনরা জানান, ওই গ্রামের মো. মকবুল মোল্লার ছেলে জুলহাস মোল্লার সঙ্গে একই ইউনিয়নের রনগোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থীর (১৫) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার ওই কিশোরী প্রেমিক জুলহাস মোল্লার বাড়িতে ঘুরতে যান। এসময় জুলহাসের পরিবারের লোকজন ওই কিশোরীকে অপমান অপদস্ত করেন। এইসময় তার অপমান সইতে না পেরে জুলহাস মোল্লা কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালান। পরে স্বজনরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে দশমিনা হাসপালে ভর্তি করেন।
দশমিনা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্কা জানান, ওই যুবকের চিকিৎসা চলছে।
দশমিনা থানার ওসি মো. জসীম জানান, এ ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।