ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

জয়পুরহাটে ৩৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

জয়পুরহাটে ৩৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ০৭ মার্চ ২০২১ | ০৪:৫৬

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৫৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছেন বিজিবি’র সদস্যরা। 

রোববার সকালে সীমান্ত এলাকা থেকে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।  

পাঁচবিবি বিশেষ ক্যাম্প কমান্ডার মাহাতাব বলেন, সকালে আটাপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধ ভারতীয় ফেন্সিডিলগুলো ক্যাম্পের টহলদলের সদস্যরা উদ্ধার করে। 

জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ ফেরদৌস হাসান টিটো বলেন, সীমান্তে চোরাচালান শূন্যের কোটায় আনতে ব্যাটালিয়নের সকল বিজিবি সদস্যকে নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×