ঐতিহাসিক ৭ মার্চ
কোম্পানীগঞ্জ আওয়ামী লীগে পাল্টাপাল্টি কর্মসূচি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মার্চ ২০২১ | ১০:৩৩
ঐতিহাসিক ৭ মার্চে রোববার কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দু'পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। একপক্ষে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এবং অন্যপক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের নেতৃত্বে পৃথক এ কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সভাপতি আজম পাশা চৌধুরী রুমেলের সঞ্চালনায় বসুরহাট ডাকবাংলো শহীদ নুরুল হক বীরউত্তম মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় মিজানুর রহমান বাদল কাদের মির্জাকে উদ্দেশ করে বলেন, তার ৪৭ বছরের রাজনৈতিক জীবনে ৪৭ হাজার নেতাকর্মীকে দল থেকে বিতাড়িত করেছেন। এখন থেকে আমরা নেতার নয়, নীতির পূজা করব।
অন্যদিকে মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে সকালে বসুরহাট বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ৭ মার্চের কার্যক্রম শুরু হয়। এ সময় তিনি বলেন, আমার বিরুদ্ধে সব অপশক্তি একজোট হয়েছে। আমাদের নেতা ওবায়দুল কাদের আজ দিশেহারা। তিনি তার আধিপত্য ধরে রাখার জন্য আমাকে বাঁকা চোখে দেখছেন। পরে বিকেলে বসুরহাট পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
মোজাক্কির হত্যায় যুবলীগ নেতা গ্রেপ্তার : সাংবাদিক বুরহান উদ্দিন মোজাক্কির হত্যায় সন্দেহভাজন হিসেবে চরফকিরা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে পিবিআই। তিনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারী বলে জানা গেছে। তার গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন পিবিআইর তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান মুন্সী।