ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

গৌরীপুরে মেয়রের পক্ষে ব্যবসায়ী সংগঠনের হরতাল

গৌরীপুরে মেয়রের পক্ষে ব্যবসায়ী সংগঠনের হরতাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০০:৫৮

ময়মনসিংহের গৌরীপুরে মেয়রকে লক্ষ্য করে 'গুলি' ছোড়ার প্রতিবাদের হরতাল কর্মসূচি চলছে।

সোমবার সকাল থেকে ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে। চলবে দুপুর ২টা পর্যন্ত। 

এরআগে ৭ মার্চ উপলক্ষে রোববার পৌর শহরের বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে পৌরসভায় যান মেয়র রফিকুল। দুপুর ১টার দিকে পৌরসভার কাছেই এমপিপুত্র রাজীবের গাড়িবহর এসে দাঁড়ায়। ওই সময় দু'পক্ষের লোকজনের মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

এতে এমপিপুত্রের বহরের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় বলে অভিযোগ উঠেছে। মেয়র অভিযোগ করেন, তাকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি ছোড়া হয়েছে। এ সময় তার দুই কর্মী আহত হন।

মেয়রের ওপর হামলার খবরে শহরে বিক্ষোভ মিছিল হয়েছে। বিকেলে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে মেয়র দাবি করেন, পৌরসভার গেটে নামতেই রেললাইনে অপেক্ষমাণ থাকা এমপিপুত্র রাজীবের নির্দেশে গুলি করে দুলাল ডাকাত ও সোয়েব মুন্সি।

তবে রোববার রাতে ৮টার দিকে ময়ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমপি নাজিম উদ্দিন বলেন, গৌরীপুরে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন মেয়র। নৌকার কথা বললেই হামলা হয়। দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে মেয়রের নেতৃত্বে তার গাড়িবহরে হামলা হয়েছে। রাজাকারের ছেলের কাছে আমার এই বিপর্যয়। আমি প্রতিরোধ করতে পারতাম; কিন্তু তাতে প্রাণহানির শঙ্কা তৈরি হতো। আমি নিজে অপমানিত হয়ে সেখান থেকে চলে গেছি।

তিনি বলেন, ওসির সামনে হামলার ঘটনা ঘটলেও কাউকে গ্রেপ্তার করা হয়নি। মনে হচ্ছে, পুলিশকে কিনে ফেলেছেন মেয়র।

মেয়রের উপর হামলার প্রতিবাদে সোমবার সকাল ৬ টা থেতে দুপুর ২ টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করে সকল ব্যবসায়ী সংগঠন। ব্যবসায়ীরা দোকানপাট না খোলে পৌর বাজারে হরতাল কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সকল ধরনের দোকানপাট বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়।

গৌরীপুর কাচা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, মেয়েরর উপর হামলার প্রতিবাদে সকল ব্যবসায়ী সমিতি সকাল ৬টা থেকে দুপুর ২ টা পর্যন্ত হরতাল কর্মসূচি ঘোষণা করা করেন। শান্তিপূর্ণ ভাবে তাদের হরতাল চলছে।

গৌরীপুর থানার ওসি খান আবদুল হালিম সিদ্দিকী বলেন, ব্যবসায়ী সংগঠন দোকান না খোলার সিন্ধান্ত নিয়েছে। কেউ ব্যক্তিগত ভাবে দোকান বন্ধ রাখলে জোর করে খোলানোর সুযোগ নেই। কিন্তু যে সকল দোকানিরা তার প্রতিষ্ঠান খোলতে চায় তাদের কেউ বাধা দিলে প্রতিহত করা হবে।

আরও পড়ুন

×