ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

রংপুরে ১১ নারীকে সম্মাননা প্রদান

রংপুরে ১১ নারীকে সম্মাননা প্রদান

রংপুর অফিস

প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০৪:৫৫

আন্তর্জাতিক নারী দিবসে রংপুরে ১১ নারীকে সম্মাননা দেয়া হয়েছে। সোমবার রংপুর টাউন হলে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে করোনাকালে সাহসী অবদানের জন্য তাদের হাতে সম্মাননা তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। 

সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন-রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান, গঙ্গাচড়া উপজেলা চেয়ারম্যান তাসলীমা বেগম, তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান, রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নূর-ই-সাবা আশা, হাসপাতালের স্টাফ নার্স লিতুন জেরা, তারাগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ ফারহানা আফরোজ, তারাগঞ্জ থানার এসআই অনিমা রানী রায়, রংপুর স্কাউট কমিশনার তৌহিদা খাতুন, গালর্স গাইড অ্যাসোসিয়েশন রংপুর অঞ্চলের রেঞ্জার ছায়মা আফরোজ ও মাইটিভি’র জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আশা। 

জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. সাফিয়া খানম, জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, জেলা আওয়ামী লীগের সংগঠক রোজী রহমানসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা নারীদের উন্নয়নে বর্তমান সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।


আরও পড়ুন

×