ঢাকা মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

পটুয়াখালীতে বাইক নিয়ে ডোবায় পড়ে যুবকের মৃত্যু

পটুয়াখালীতে বাইক নিয়ে ডোবায় পড়ে যুবকের মৃত্যু

ফাইল ছবি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০৫:১৩

পটুয়াখালীর মহিপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে ডোবায় পড়ে গিয়ে রুবেল পহলান (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের ইউসুফপুর মহিলা মাদ্রাসা সংলগ্ন ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

রুবেল কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকার লাল মিয়া পহলানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, রোববার রাত ১০টার দিকে রুবেল কুয়াকাটা থেকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেলে যাত্রী নিয়ে পটুয়াখালীতে যান। সেখান থেকে ফেরার পথে গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে সড়কের পাশে ডোবায় পরে যান রুবেল। এতে মৃত্যু হয়ে থাকতে পারে বলে পুলিশের সুরাতহাল রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

×