পুলিশের ওপর হামলার দায়ে জামায়াত-শিবিরের ৭ কর্মীর কারাদণ্ড

প্রতীকী ছবি
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০৬:২৫
মাগুরার শালিখায় পুলিশের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবিরের ৭ কর্মীর প্রত্যেককে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান এই রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- ফারুক, সরোয়ার, কামাল, নাজমুল, নাজিমুদ্দিন, ইমরুল ও শাওন। তারা জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সরকার পক্ষের আইানজীবি অ্যাড. ওয়াজেদা সিদ্দিকী জানান, ২০১৩ সালের ২৯ আগস্ট জামায়াত শিবিরের বেশকিছু নেতাকর্মী মাগুরার শালিখা উপজেলার ছান্দড়া গ্রামে মদিনাতুল উলুম মাদরাসা সংলগ্ন মজসিদের মধ্যে গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে তারা পুলিশের ওপর হামলা চালায়। এসময় পুলিশের দুই এসআই মারাত্মকভাবে জখম হন। এ ঘটনায় শালিখা থানায় সুনির্দিষ্টভাবে ১৫ জন জামায়াত নেতাকর্মীসহ অজ্ঞাত ২৫-৩০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, পুলিশের তদন্ত এবং স্বাক্ষীদের স্বাক্ষ্যগ্রহণ শেষে সোমবার মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান ৭ জনকে দোষী সাবস্ত করে এই আদেশ দেন।
- বিষয় :
- কারাদণ্ড
- জামায়াত
- শিবির
- মাগুরা
- পুলিশের ওপর হামলা