ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৭ মার্চ উপলক্ষে আয়োজন

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৭ মার্চ উপলক্ষে আয়োজন

রংপুর অফিস

প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০৬:২৫

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের প্রাক্কালে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা লাভ করা ও ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আনন্দ উৎসব করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। 

রোববার রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬টি থানায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ উৎসব উদযাপন করা হয়। কোতয়ালী থানায় কেক কেটে আনন্দ উৎসবের উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. আবদুল আলীম মাহমুদ। 

এ সময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মেহেদুল করিম, উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবীদ, সুশীল সমাজের প্রতিনিধি, স্কুল-মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমমাসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্ব। 

অনুষ্ঠানে গণভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য সরাসরি সম্প্রচার করা হয়। এরপর প্রতিটি থানার কমিউনিটি পুলিশিং এবং রাজনৈতিক নেতাদের সাথে পুলিশ কমিশনার ও পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা মতবিনিময় করেন। রাতে বেতার ও টিভি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরও পড়ুন

×