ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বাস থেকে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে

বাস থেকে ফেলে দেওয়া হলো প্রতিবন্ধী নারীকে

ভিডিও থেকে নেওয়া ছবি

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ মার্চ ২০২১ | ০৭:০৩

ঢাকার কেরানীগঞ্জে যাত্রীবাহী বাস থেকে প্রতিবন্ধী এক নারীকে ফেলে দেওয়া হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

জানা গেছে, বাকপ্রতিবন্ধী ওই নারী ভাড়া দিতে না পারায় রোববার সকালে রোহিতপুর বাজার এলাকায় একটি যাত্রীবাহী বাস থেকে হেলপার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাসের পেছন থেকে কোন এক ব্যক্তি সেই ঘটনার ভিডিও ধারণ করেন। ওই যাত্রীবাহী বাসের নাম এন মল্লিক। বাসটির নাম্বার ঢাকা মেট্রো ব-১৩-১৫২১।

এব্যাপারে কেরানীগঞ্জ মডেল থানা ওসি মাইনুল আমিন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পাড়ি বাস থেকে এক প্রতিবন্ধী নারীকে রোহিতপুর বাজার এলাকায় ফেলে দেওয়া হয়েছে। এখনো আমরা সঠিক কোন তথ্য পাইনি। 

রোহিতপুর বাজার এলাকার এক ফল ব্যবসায়ী বলেন, সকালে শুনেছি বাস থেকে এক নারীকে ফেলে দেওয়া হয়েছে। তবে কোন বাস থেকে ফেলা হয়েছে সেই বিষয়ে আমি জানি না। পুলিশ সঠিক তদন্ত করলেই সত্য ঘটনা বেড়িয়ে আসবে।


আরও পড়ুন

×