ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

মঠবাড়িয়ায় ধানক্ষেতে মিলল ইলিশ মাছ

মঠবাড়িয়ায় ধানক্ষেতে মিলল ইলিশ মাছ

মঠবাড়িয়ায় জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া ধানক্ষেতে ইলিশ পাওয়া গেছে- সমকাল

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১ | ০৯:১৫

পিরোজপুরের মঠবাড়িয়ায় জোয়ারের পানিতে তলিয়ে যাওয়া ধানক্ষেতে ইলিশ পাওয়া গেছে। উপজেলার ছোটহারজী গ্রামের দেলোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে ধানক্ষেতে মাছ ধরতে গিয়ে একটি ইলিশ ধরেন।

স্থানীয় কাটাখালী বাজারে ফার্নিচার ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছর চৈত্র মাসে পূর্ণিমার জোয়ারে পানিতে ধানক্ষেত ডুবে যায়। এবারও তলিয়ে গেলে গভীর রাতে কোচ (টেঁটা) নিয়ে মাছ ধরতে যাই। ইলিশ মাছের মতো দেখে কোপ দিয়ে উঠিয়ে দেখি সত্যিই ইলিশ। ধানক্ষেত থেকে ইলিশ ধরার খবর ছড়িয়ে পড়লে মাছটি দেখার জন্য আমার বাড়িতে লোকজনের ভিড় জমে।

ছোটহারজী গ্রামের ব্যবসায়ী আবু জাফর খান জানান, তিনি ইলিশ মাছটি দেখেছেন। মাছটির ওজন প্রায় আধা কেজি হবে বলেও তিনি জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, নদী থেকে সরাসরি পানি ধানক্ষেত কিংবা পুকুরে প্রবেশ করলে সেখানে ইলিশ আসতে পারে।

আরও পড়ুন

×