ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

লালপুরে জমি নিয়ে ভাইদের সংঘর্ষে নিহত ১

লালপুরে জমি নিয়ে ভাইদের সংঘর্ষে নিহত ১

নাটোর ও লালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২১ | ০৩:৪৭

নাটোরের লালপুর উপজেলায় জমি নিয়ে ছোট ভাইদের সঙ্গে বিরোধের জেরে সংঘর্ষে বড় ভাই জান আলী (৬৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আটটিকা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে।

লালপুর থানার ওসি ফজলুর রহমান জানান, উপজেলার আটটিকা গ্রামের মফিজ উদ্দিনের বড় ছেলে জান আলীর সঙ্গে জমিজমা নিয়ে তার ছোট ছেলেদের বিরোধ বাধে। এ নিয়ে শুক্রবার সকাল ১১টার দিকে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষে জান আলীসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জান আলীকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আরও পড়ুন

×