বগুড়ায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির অভিযোগে গ্রেপ্তার ৫

চুরির অভিযোগে গ্রেপ্তাররা -সমকাল
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০৭ মে ২০২১ | ০৫:১৪
বগুড়ার কাহালুতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল ও সিএনজিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার জামগ্রাম সুখানগাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার কর হয়।
তারা হলেন- উপজেলার মালঞ্চা ইউনিয়নের কৈগাড়ী গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে জুয়েল (৩৪), একই গ্রামের খয়বরের ছেলে আজিজার রহমান (৪৮), সাবানপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আছির উদ্দীন(৪৯), গুড়বিশা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে সাইদুর রহমান(৩২) ও মাগুড়া গ্রামের মৃত মাজেদ আলী মুন্সীর ছেলে আবদুর রহিম(৩০)। তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ১২টি তামার কয়েল, চোরাই কাজে ব্যবহৃত সিএনজি ও চুরির সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন থেকে বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমারের কয়েল চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
- বিষয় :
- বৈদ্যুতিক ট্রান্সফরমার
- চুরি
- চোর