ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

বারান্দায় চৌকির ওপর পড়ে ছিল বৃদ্ধ দম্পত্তির রক্তাক্ত মরদেহ

বারান্দায় চৌকির ওপর পড়ে ছিল বৃদ্ধ দম্পত্তির রক্তাক্ত মরদেহ

ঘটনাস্থলে পুলিশ ও স্বজনেরা

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ০৭ মে ২০২১ | ২১:৫৮ | আপডেট: ০৭ মে ২০২১ | ২২:২৩

নাটোরের বাগাতিপাড়ায় নিজ বাড়ি থেকে আমির হোসেন (৭০) ও আলেকা বেগম (৬৫) নামে বৃদ্ধ দম্পত্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার সকাল ৭টার দিকে উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামে তাদের বাড়ির বারান্দা থেকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার জামনগর পশ্চিম পাড়া এলাকায় নিজ বাড়ির বাইরের বারান্দায় বৃদ্ধ দম্পত্তির মরদেহ চৌকির ওপর পড়েছিল। তারা সেখানেই রাত্রিযাপন করতেন। তাদের দুজনের মাথায় আঘাতের চিহ্ন ছিল।

বাগাতিপাড়া থানার ওসি নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাড়িটির অবস্থান মাঠের মধ্যে। আশেপাশে অন্য কোনো বাড়ি নেই। বৃদ্ধ দম্পতির ছেলে ঢাকার গাজীপুরে একটি গার্মেন্টেসে চাকরি করেন। তার দুই মেয়ে বিবাহিত। বৃদ্ধ দম্পত্তি এখানে একাই বসবাস করতেন। সেহেরি খাওয়ার সময় তাদের ছেলে মা-বাবার কাছে ফোন করলে তারা রিসিভ করেননি। অনেকবার কল দেওয়ার পরও রিসিভ না করায় সে তার এক আত্মীয়ের কাছে ফোন করে মা-বাবার খবর জানতে চায়। শনিবার সকালে নিহত দম্পতির নাতি সকালে বাড়িতে খোঁজ করতে এসে দেখে তার নানা ও নানি বিছানার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সে প্রতিবেশীদের জানালে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাড়িতে চুরি বা ডাকাতি করতে এসে এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। মৃত্যুর কারণ তদন্ত করে দেখা হচ্ছে। 

আরও পড়ুন

×