জৈন্তাপুর সীমান্তে বাংলাদেশি পাথর শ্রমিক গুলিবিদ্ধ
সিলেট ব্যুরো
প্রকাশ: ২১ মে ২০২১ | ০৯:২২
সিলেটের জৈন্তাপুর উপজেলা সীমান্তের খাসী হাওর এলাকায় গুলিতে এক বাংলাদেশি পাথর শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে খাসী নদীর উৎসমুখে পাথর উত্তোলনকালে তাকে গুলি করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা ধারণা করছেন, ভারতীয় খাসীদের গুলিতে তিনি আহত হন। গুলিবিদ্ধ শ্রমিক নাজিম উদ্দিনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেপে ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নাজিম পার্শ্ববর্তী গোয়াইনঘাট উপজেলার নলজুর গ্রামের আব্দুল হাশিমের ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে বৃষ্টির সময় সীমান্তের ১২৭৬ নম্বর পিলার এলাকার খাসী নদীতে কয়েকজন শ্রমিক পাথর উত্তোলন শুরু করেন। ওই সময় ভারতীয় খাসীরা দুই রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয়দের দাবি। এতে তিন শ্রমিক আহত হন। বাকি দু'জনের নাম-পরিচয় জানা যায়নি।
জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আহত একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আরও দু'জন আহত হওয়ার কথা শোনা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হতে পেরেছে, ভারতীয় খাসীদের শটগানের গুলিতে নাজিম আহত হয়েছেন।
- বিষয় :
- সিলেট
- পাথর শ্রমিক
- হাওর এলাকা