রামেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনায় আরও সাতজনের মৃত্যু

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০১ জুন ২০২১ | ০১:০৮ | আপডেট: ০১ জুন ২০২১ | ০১:৩৩
রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫ জন করোনা পজেটিভ এবং ২ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন।
রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন, নাটোরের দুইজন, রাজশাহী ও নওগাঁর একজন করে রয়েছেন।
তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন ২১৬ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩০ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ১৮ জন, রাজশাহীর ১০ জন ও নাটোরের ২ জন রয়েছেন।
এদিকে গত সোমবার রাজশাহী বিভাগের আট জেলায় ৩০০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। এদের মধ্যে রাজশাহীর ১২৭ জন , চাঁপাইনবাবগঞ্জের ৯৩ জন এবং নওগাঁর ৫৯ জন রয়েছেন। এদিন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আটজন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, রাজশাহীর ২ জন এবং জয়পুরহাটের ১ জন রয়েছেন।
এর আগে রোববার রাজশাহী বিভাগে ৩৩৭ জনের শরীরে করোনারভাইরাস শনাক্ত হয়। এটিই ছিলো একদিনে সর্বোচ্চ শনাক্ত রোগীর সংখ্যা।
রাজশাহী বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৪৭৫ জন। মারা গেছেন ৫৫৮ জন। এর মধ্যে বগুড়ায় ৩১৩ জন, রাজশাহীতে ৮৬ জন, নওগাঁয় ৪০ এবং চাঁপাইনবাবগঞ্জের ৩৭ জন রয়েছেন।