সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা আটক

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২১ | ০৫:৪৫ | আপডেট: ০১ জুন ২০২১ | ০৬:০৫
কক্সবাজারের উখিয়ার বালুখালী শিবির থেকে ৫ লাখ ৫০ হাজার ইয়াবাসহ গুরা মিয়া (৪৫) নামে এক রোহিঙ্গা নেতাকে আটক করেছে র্যাবের সদস্যরা। সোমবার মধ্যরাতে বালুখালী রোহিঙ্গা শিবিরের ৯নং ক্যাম্পের জি-ব্লক থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক শুরা মিয়া একই ক্যাম্পের মৃত নুর আহমদের ছেলে। তিনি ওই ক্যাম্পের সাবেক হেড মাঝি।
র্যাব কর্মকর্তারা জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে ৫ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ একজন সাবেক ক্যাম্প মাঝিকে আটক করা হয়েছে। মাদক মামলা দিয়ে তাকে থানায় সোর্পদ করা হয়েছে।
- বিষয় :
- ইয়াবাসহ আটক
- রোহিঙ্গা নেতা আটক