ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

টেকসই বেড়িবাঁধ দাবিতে খুলনায় মানববন্ধন

টেকসই বেড়িবাঁধ দাবিতে খুলনায় মানববন্ধন

উপকূলীয় এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ জুন ২০২১ | ০৮:৫৩ | আপডেট: ০৫ জুন ২০২১ | ০৯:১৪

উপকূলীয় এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে খুলনায়। জন উদ্যোগসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শনিবার সকালে নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ষাটের দশকে মাটি দিয়ে তৈরি বেড়িবাঁধ এখন আর প্রাকৃতিক দুর্যোগে কাজে আসছে না। প্রতি বছর ঘূর্ণিঝড়-জলোচ্ছ্বাসের সময় বেড়িবাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম নোনা পানিতে প্লাবিত হচ্ছে। এর ফলে সহায়-সম্পদ হারিয়ে লোকজন দিশেহারা হয়ে পড়ছেন। এ অবস্থায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের কোনো বিকল্প নেই।

বক্তারা আরও বলেন, উপকূলীয় এলাকার মানুষকে সম্পৃক্ত করে তাদের মতামতের ভিত্তিতে পরিকল্পিতভাবে বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। বেড়িবাঁধ সংস্কারকাজে দুর্নীতি বন্ধ করতে হবে। বক্তারা দক্ষিণ-পশ্চিম উপকূলীয় এলাকাকে দুর্যোগপ্রবণ এলাকা ঘোষণা, পৃথক উপকূলীয় বোর্ড গঠন ও জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জনউদ্যোগ খুলনার নারী সেলের আহ্বায়ক শামীমা সুলতানা শীলু। পরিচালনা করেন জনউদ্যোগের সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন।

বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি মফিদুল ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মিজানুর রহমান বাবু, বাসদের আব্দুল করিম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, বৃহত্তর আমরা খুলনাবাসীর এস এম মাহাবুবুর রহমান খোকন, গ্লোবাল খুলনার শাহ মামুনুর রহমান তুহিন, রাসটিকের নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা মোড়ল নূর মোহম্মদ, অপরাজিতা যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অনুপ মণ্ডল, উইথসীর উপদেষ্টা ইমদাদ আলী, ইমরান জাহান, ইয়াসিন শেখ, তরিকুল ইসলাম, থেপের নির্বাহী পরিচালক পরেশ কুমার সাহা, সমাজকর্মী এম এ সাদী, সাংবাদিক রাশিদুল আহসান বাবলু, সাব্বির খান প্রমুখ।

whatsapp follow image

আরও পড়ুন

×