ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ডিমলায় ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে সচেতনতা বিষয়ক সেমিনার

ডিমলায় ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে সচেতনতা বিষয়ক সেমিনার

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

প্রকাশ: ০৫ জুন ২০২১ | ১২:০২

নীলফামারীর ডিমলায় ব্ল্যাক ফাঙ্গাস বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফেসবুক গ্রুপ 'হামার ডিমলা' এ সেমিনারের আয়োজন করে।

নীলফামারী-১ আসনের এমপি মুক্তিযোদ্ধা মো. আফতাব উদ্দিন সরকারের নির্দেশনায় ডিমলা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজে অধ্যায়নরত তিন শতাধিক শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার অনুষ্ঠিত হয়। 

এ সময় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ব্রাশ, পেস্ট ও মাউথওয়াশ বিতরণ করা হয়। এছাড়া ফ্রি ডেন্টাল চেকআপ ও ব্লাড গ্রুপিং কার্যক্রম অনুষ্ঠিত হয়। ব্লাক ফাঙ্গাস প্রতিরোধে সচেতনতামূলক ধারণা দেওয়া হয় শিক্ষার্থীদের। 

সাদাফ রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সেমিনারে উপস্থিত ছিলেন ডিমলা থানার ওসি মো. সিরাজুল ইসলাম সিরাজ, ডিমলা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম খান, সাদাফ রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও নীলফামারী জেলা পরিষদ সদস্য ফেরদৌস পারভেজ।

ডিমলা জেলা পরিষদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. আব্দুল হালিম খান বলেন, ব্লাক ফাঙ্গাস বিষয়ে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। সকলের পরিবারকে নিজেরাই সচেতন করতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সাইয়েন কাদির সরকার কানন, নীলফামারী জেলা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক উপসম্পাদক মো. চয়ন হোসেন সরকার ও ডিমলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবু সায়েম সরকারসহ।

আরও পড়ুন

×