করোনা: বগুড়ায় আরও ৩ জনের মৃত্যু

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক)
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০০:১৭ | আপডেট: ২৬ জুন ২০২১ | ০০:২১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বগুড়ায় আরও তিন জন মারা গেছেন।
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. মোস্তাফিজুর রহমান তুহিন শনিবার সকালে অনলাইন ব্রিফিংয়ে জানান, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তারা মারা যান।
মৃতদের মধ্যে দুই জনের বাড়ি নওগাঁয় এবং এক জনের বাড়ি জয়পুরহাট জেলায়। এ তিন জনকে নিয়ে বগুড়া জেলায় করোনা আক্রান্ত মৃতের সংখ্যা দাঁড়াল ৩৭১ জনে।
এদিকে জেলায় নতুন করে আরও ৫৬ জন করোনা পজেটিভ হয়েছেন। আক্রান্তের হার ২৩ দশমিক শূন্য ৪।
শুক্রবার জেলায় ২৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে শজিমেক পিসিআর ল্যাবে ২৩২টি নমুনা পরীক্ষায় ৫০ জন করোনা পজেটিভ হন।
এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১১ নমুনায় আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত জেলায় ১৩ হাজার ৩৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৫৭১ জন এখন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।