ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

কটিয়াদীতে পিকআপ চাপায় প্রাণ গেল পথচারীর

কটিয়াদীতে পিকআপ চাপায় প্রাণ গেল পথচারীর

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০১:১১

কিশোরগঞ্জের কটিয়াদীতে একটি পিকআপ চাপায় এক পথচারী নিহত হয়েছেন। তার রঞ্জিত দাস (৫০)। শুক্রবার রাত ৮টার সময় কটিয়াদী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রঞ্জিত দাস কটিয়াদীর আচমিতা গোপিনাথ বাড়ি সংলগ্ন মৃত প্রেমা দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, রঞ্জিত দাস তার শ্বশুর বাড়ি লাকসামে যাওয়ার উদ্দেশে কটিয়াদী বাসস্ট্যান্ডে আসেন। রাস্তা পার হওয়ার সময় একটি মুরগীবাহী পিকআপ তাকে চাপা দিলে গুরুতরআহত হন তিনি। উদ্ধার করে তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

কটিয়াদী হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে পিকআপটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×