ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫

পুকুরে মিলল গলিত মরদেহ

পুকুরে মিলল গলিত মরদেহ

 ফুলছড়ি(গাইবান্ধা)প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০২:০০

গাইবান্ধার ফুলছড়িতে পুকুর থেকে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মদনেরপাড়ার ফলিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

ফুলছড়ি থানার পুলিশ পরিদর্শক কাওছার আলী জানান, এলাকাবাসীর কাছে খবর পেয়ে বেলা ১২ টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান,মৃত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। লাশটি পঁচে গেছে। এজন্য ক্রাইমসিন সিআইডিকে খবর দিয়ে আনা হয়েছে। তারা লাশের ফিঙ্গার প্রিন্টসহ মৃত ওই ব্যক্তির পরিচয় শনাক্তকরণের জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি গাইবান্ধা সদর হাসপাতালের লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, লাশের মাথায় আঘাতের চিহ্ন আছে। দুর্বৃত্তরা হত্যার পর মৃতদেহটি ওই পুকুরে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

×