ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে কটূক্তি

মাদারীপুর জেলা আ'লীগ সভাপতিকে উকিল নোটিশ

মাদারীপুর জেলা আ'লীগ সভাপতিকে উকিল নোটিশ

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার- সমকাল

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০৮:০২ | আপডেট: ২৬ জুন ২০২১ | ০৮:০৮

স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে কটূক্তির অভিযোগে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহম্মেদ মোল্লাকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। 

শনিবার জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাজাহান হাওলাদার। 

তিনি বলেন, নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে তার বিরুদ্ধে মামলা করা হবে।

শাজাহান হাওলাদার অভিযোগ করেন, সম্প্রতি রাজৈরে এক অনুষ্ঠানে সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপির বাবা ও স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মৌলভী আছমত আলী খানকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেন শাহাবুদ্দিন। এমনকি মুক্তিযুদ্ধে আছমত আলী খানের ভূমিকা ও স্বাধীনতা পদক পাওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সাওখায়াত হোসেন সেলিম প্রমুখ।

মাদারীপুরে দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগ দুটি পক্ষে বিভক্ত। একটি পক্ষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম-কেন্দ্রিক এবং অপরটি সাবেক নৌপরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান-কেন্দ্রিক। জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি বাহাউদ্দিন নাছিমের অনুসারী।

আরও পড়ুন

×