ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

যশোরে এক দিনে ৪৭০ জনের করোনা শনাক্ত

যশোরে এক দিনে ৪৭০ জনের করোনা শনাক্ত

যশোর অফিস

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ০৮:৩৫

যশোরে গত ২৪ ঘণ্টায় ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ৫ জন মারা গেছেন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৫ জন। 

শনিবার নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৪৯ শতাংশ। যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি আছেন ৭৯ জন এবং আইসোলেশন ওয়ার্ডে আছেন ৫২ জন। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও ভর্তি আছেন করোনা আক্রান্ত রোগী।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ বলেন, 'হাসপাতালে করোনা রোগীর ভর্তির চাপ কমেনি। গত ১০ দিন ধরে একই অবস্থা। প্রতিদিনই হাসপাতালের করোন ডেডিকেটেড ইউনিট ও আইসোলেশন ওয়ার্ডে ৬০ থেকে ৭০ জন রোগী ভর্তি হচ্ছেন।'

এ দিকে করোনার বিস্তার ঠেকাতে যশোরে টানা তিন সপ্তাহের কঠোর বিধিনিষেধ চলছে। গত ৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এলাকাভিত্তিক বিধি-নিষেধ আরোপ করা হয়। এতে সংক্রমণ না কমায় জেলাজুড়ে আরো সাতদিনের বিধি-নিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতেও সংক্রমণের হার কমেনি বরং বেড়েছে। 

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বলেন, যশোরে এখন গ্রাম পর্যায়েও মানুষ আক্রান্ত হচ্ছে। সংক্রমণের ঊর্ধ্বগতি চলছে। যে কারণে কঠোর বিধি-নিষেধ দিয়েও সংক্রমণের লাগাম টানা যাচ্ছে না। সংক্রমণ কমতে সময় লাগবে। তবে লকডাউন বা বিধি-নিষেধসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

যশোর জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ১৮৭ জনের। মারা গেছেন ১২৯ জন এবং সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৮ জন।

আরও পড়ুন

×