ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ময়মনসিংহে করোনার সংক্রমণ ২৭ দশমিক ৬২ শতাংশ

ময়মনসিংহে করোনার সংক্রমণ ২৭ দশমিক ৬২ শতাংশ

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ২৬ জুন ২০২১ | ১৩:৩৯

ময়মনসিংহে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শনিবার জেলায় সংক্রমণের মাত্রা এক লাফে ২৭ দশমিক ৬২ শতাংশে উঠে দাঁড়িয়েছে। গত শুক্রবার জেলায় সংক্রমণ ছিল ১২ দশমিক শূন্য ৩ শতাংশ।

শনিবার ময়মনসিংহে ৪৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এন্টিজেন ও আরটিপিসিআর ল্যাবে পরীক্ষায় ১২৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া যায় বলে নিশ্চিত করেন ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। আক্রান্তদের অধিকাংশ জেলা সদরের।

শনিবার জেলা প্রশাসনের পরিসংখ্যানে সংক্রমণের মাত্রা দেখানো হয়েছে ২৭ দশমিক ৬২ শতাংশ। যদিও শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় দেশে করোনা সংক্রমণ শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ। 

শনিবার পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে ৬৫৭ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৮ জন। সুস্থ হয়েছেন ৪৫ জন।

এ দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২১০টি সাধারণ শয্যা ও ১৩ টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রয়েছে। শনিবার সকালে করোনা ইউনিটে ১৯৫ জনের ভর্তি থাকার বিষয় নিশ্চিত করেছিলেন করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান। শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা যান। রোগীদের চাপ বাড়ায় সেবা দিতে হিমসিম ক্ষেতে হচ্ছে চিকিৎসকদের।

আরও পড়ুন

×