শেবাচিমে বাড়ছে রোগী

বরিশাল ব্যুরো
প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ০৬:০৮ | আপডেট: ০১ জুলাই ২০২১ | ০৬:৩১
বরিশালে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে বাড়ছে রোগীর চাপ।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ৬ জেলায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ৪০।
বরিশাল শেবাচিম হাসপতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ বাড়ছে। এক সপ্তাহ আগেও গড়ে প্রতিদিন রোগী ভর্তির সংখ্যা ছিল ১০ জন। গত ৩ দিনে গড়ে ৪০ জন করে রোগী ভর্তি হচ্ছেন। এর মধ্যে প্রায় ৩০ শতাংশ রোগী করোনায় আক্রান্ত। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৮ জন।
বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের দেওয়া তথ্য মতে, বিভাগের ৬ জেলায় ১ হাজার ৭ জনের নমুনা পরীক্ষা করে ২৭৬ জন পজিটিভ শনাক্ত হন।
বরিশাল জেলায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ৮৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তার মধ্যে ৫৫ জনই নগরীর বাসিন্দা।
বরিশাল নগরীর শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হন ৭৯। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৪১ দশমিক ৭৯ ভাগ। তবে পুরো জেলায় শনাক্তের হার ২৩ দশমিক ১৬। দুইদিন আগে সোমবার বরিশাল জেলাতে শনাক্তের হার ছিল ৩৫ দশমিক ৮২।
বিভাগের অপর চার জেলাতে শনাক্তের হার- পটুয়াখালীতে ১৭ দশমিক ৭০, ভোলায় ২১ দশমিক ৬২, বরগুনায় ৩০ দশমিক ৮৫ এবং ঝালকাঠীতে ৩০ দশমিক ৬২।
- বিষয় :
- বরিশাল
- শেবাচিম
- করোনা সংক্রমণ