ঢাকা মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

 লকডাউনের প্রথম দিন

ময়মনসিংহে ২৭৭ মামলায় জরিমানা আড়াই লাখ

ময়মনসিংহে ২৭৭ মামলায় জরিমানা আড়াই লাখ

কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার ময়মনসিংহে আইনশৃঙ্খলা বাহিনীও ছিল কঠোর অবস্থানে -সমকাল

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০১ জুলাই ২০২১ | ০৭:০২

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ নিয়ন্ত্রণে সাত দিনের জন্য দেশজুড়ে কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার ময়মনসিংহে ২৭৭ মামলায় প্রায় আড়াই লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জেলাজুড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। 

সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পথ, বাজার, বাসস্ট্যান্ডসহ যত্রযত্র অবস্থান করতে পরেনি মানুষ।

জেলা প্রশাসন জানায়, লকডাউন বাস্তবায়নে জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ১০টি, বিজিবির ৮টি ও র‌্যাব-পুলিশের ১৮টি টিম মাঠে কাজ করে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে চলে অভিযান। 

আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের চিত্র দেখা গেছে সর্বত্র। মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় কাউকে থাকতে দেওয়া হচ্ছে না। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত জেলাজুড়ে ম্যাজিস্ট্রেটরা ২৭৭টি মামলায় ২ লাখ ৩৫ হাজার ১০ টাকা জরিামানা আদায় করেন। 

ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকতে হবে। লকডাউন বাস্তবায়নে একাধিক টিম মাঠে থাকবে।

আরও পড়ুন

×