ঢাকা বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

সান্তাহারে ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই

সান্তাহারে ডিবি পরিচয়ে অটোরিকশা ছিনতাই

ছবি: গুগল

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০১৯ | ০৯:৪৩

আদমদীঘির সান্তাহার-রানীনগর সড়কে ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে তল্লাশির নামে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে চালক হারুনুর রশিদকে নামিয়ে উপজেলার মালশন নামক স্থানে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার চালকের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিকেলে হারুনুর রশিদ তার ব্যাটারি চালিত অটোরিকশায় (টমটম) নওগাঁর মুক্তির মোড় থেকে রিজার্ভ ভাড়ায় যাত্রী নিয়ে রানীনগর যান। সেখানে যাত্রী নামিয়ে ফেরার পথে রাত সাড়ে ৭টায় সান্তাহার-রানীনগর সড়কের বড় মালশন নামক স্থানে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী ডিবি পুলিশ পরিচয়ে তল্লাশি করার কথা বলে চালককে অটোরিকশা থেকে নামিয়ে সেটি নিয়ে পালিয়ে যায়।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আব্দুল ওয়াদুদ জানান, ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে তৎপরতা চলছে।

ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন

×