ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড়

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০০:৫৩
ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘরমুখী মানুষের ভিড় ও যানজট বাড়ছে। সোমবার সকাল থেকেই মহাসড়কে বিপুল সংখ্যক গরুবোঝাই ট্রাক থাকায় যানজট আরও বেশি বাড়ছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহনচালকেরা।
গত কয়েক দিনের মতো ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে টঙ্গী পর্যন্ত ১২ কিলোমিটার এলাকায় ধীরগতিতে গাড়ি চলছে। বড়বাড়ি, কুনিয়া ও কলেজ গেট এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।
অপর দিকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সকাল থেকে ঘরমুখী মানুষের ভিড় দেখা গেছে। যানবাহনে বেশি ভাড়া আদায় ও পর্যাপ্ত যানবাহনের অভাবে লোকজনকে দীর্ঘ সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই ট্রাক-পিকআপ ভ্যানে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন।
কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক বলেন, আশাপাশের এলাকায় যানজট নেই। তবে যানবহনের চাপ রয়েছে। দুপুরের পর অনেক কারখানা ছুটি হওয়ার কথা রয়েছে। কারখানাগুলো ছুটি হলে বিকেলে যানবাহনের চাপ বাড়বে কয়েক গুণ।
গাজীপুরের পুলিশ সুপার এস এম শফিউল্লাহ জানান, মহাসড়কে কোনো অবস্থাতেই যাতে যানজটের সৃষ্টি না হয়, সে জন্য সবাইকে কাজ করতে হবে। দায়িত্বে কোনো অবহেলা করা যাবে না। গণপরিবহনগুলোকে শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়িয়ে যাত্রী নিয়ে চলাচল করতে হবে। মহাসড়কের নিরাপত্তা রক্ষায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের সদস্যরা দায়িত্ব পালন করছেন।