হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

নওয়াপাড়া (যশোর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০২:৪৫ | আপডেট: ১৯ জুলাই ২০২১ | ০৩:০০
যশোরের অভয়নগরে অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত ওই নারীর নাম তমা বেগম (২৩)। তিনি উপজেলার কোটা গ্রামের জলিল শেখের মেয়ে। পরিবারের দাবি, তমাকে হত্যা করা হয়েছে।
জলিল শেখ জানান, ২০২০ সালে কাদির পড়া গ্রামের মিজানুর রহমান শেখের ছেলে সুজন শেখের সাথে তমার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে সুজন ও তার মা তমাকে নির্যাতন শুরু করে। গত তিন মাস ধরে সুজন তমাকে নিয়ে উপজেলার বুইকরা গ্রামে বাসা ভাড়া করে থাকতো।
জলিল শেখ আরও জানান, তার মেয়ে ছয় মাসের অন্তসত্ত্বা। তার দাবি, রোববার রাত সাড়ে ১২ টার দিকে সুজন তার মেয়েকে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে। এরপর সে ঘরের বাইরে এসে প্রতিবেশীদের ডেকে লাশ নামিয়ে হাসপাতালে নেয়। এসময় কর্তব্যরত চিকিৎসক তমাকে মৃত ঘোষণা করলে সুজন সেখান থেকে পালিয়ে যান।
প্রতিবেশী মারুফুজ্জান রুবেল বলেন, মেয়েটিকে তার স্বামী প্রতিদিন অমানুষিক নির্যাতন করত। রোববার রাত ১২ টার দিকে সুজন আমাদের ডেকে বলে তমা গলায় দড়ি দিয়েছে। পরে আমরা সুজনের বাসায় গিয়ে তমাকে নামিয়ে হাসপাতালে নিয়ে যাই। এরপর হাসপাতাল থেকে সুজন পালিয়ে যায়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শামিম হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মেয়ের বাবা ঘটনার পর আত্মহত্যায় প্ররোচনায় সুজন শেখের বিরুদ্ধে মামলা করেছে। তদন্ত প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
- বিষয় :
- স্ত্রীকে হত্যা
- মরদেহ উদ্ধার
- স্ত্রীর মরদেহ