ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ায় করোনায় ৭ এবং উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

বগুড়ায় করোনায় ৭ এবং উপসর্গ নিয়ে ১০ জনের মৃত্যু

বগুড়া ব্যুরো

প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০২:৫৭

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১০জন। এছাড়া সর্বশেষ গত ২৪ ঘন্টায় নতুন করে ১৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ২১ শতাংশ।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ড. মোস্তাফিজুর রহমান তুহিন সোমবার দুপুরে অনলাইন ব্রিফিং- এ জেলার সর্বশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করেন। তবে ব্রিফিংয়ে তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর তথ্য দিলেও উপসর্গ নিয়ে মারা যাওয়ার তথ্য জানাননি।
 
জেলা স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমন মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষায় ১০৪ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। একই কলেজে জিন এক্সপার্ট মেশিনে ১১ টি নমুনায় ৪জন এবং ১৭১ টি এন্টিজেন পীরক্ষায় আরও ৪৯ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ মিলেছে। এছাড়া বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩০ টি নমুনায় ১৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে।

ডা. তুহিন জানান, জেলায় এ পর্যন্ত মোট ১৭ হাজার ২৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছেন ৫১৪ জন। এছাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ২ হাজার ১২৩জন।


আরও পড়ুন

×