সিরাজগঞ্জে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ

সিরাজগঞ্জে উত্তরবঙ্গগামী যানবাহন
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০৩:০৬ | আপডেট: ১৯ জুলাই ২০২১ | ০৩:৪৪
সিরাজগঞ্জের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ দ্বিতীয় দফায় বেড়েছে। সোমবার সকাল থেকে চাপ বাড়লেও আগের মতো কষ্টদায়ক যানজট নেই। প্রচণ্ড গরমের মধ্যে মাঝেমধ্যে যানবাহনের ধীরগতিতে যাত্রীরা বিড়ম্বনায় পড়ছেন।
এদিকে, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে সয়দাবাদ গোলচত্ত্বর থেকে কড্ডা পর্যন্ত যানবাহন চলাচলে কিছুটা গতি থাকলেও পশ্চিমদিকে কোনাবাড়ি, মফিজ মোড় ও নলকা মোড়ের আগে গত দিনের মত থেমে থেমে চলছে গাড়ি। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ জেলার নগরবাড়ি-বগুড়া ও হাটিকুমরুল-নাটোর-বনপাড়া মহাসড়কে অন্যান্য দিনের মত জেলা পুলিশের পাশাপাশি হাইওয়ে পুলিশ যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছে।
বঙ্গবন্ধুৃ সেতু পশ্চিম থানার ওসি মোসাদ্দেক হোসেন জানান, রোববার যানবাহনের চাপ কিছুটা কম থাকায় উত্তরের যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে আসে। সোমবার সকাল থেকে আবারও যানবাহনের চাপ বাড়ার পাশাপাশি যানবাহনের ধীরগতি রয়েছে। সেইসঙ্গে যাত্রী বিড়ম্বনা বাড়ছে। চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, নলকা সেতুর ওপরে ও পূর্বদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কিছু কিছু স্থানে যানবাহনের বেশী ধীরগতি রয়েছে।
বঙ্গবন্ধু সেতু রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান বিবিএর নির্বাহী প্রকৌশলী আহসান মাসুদ বাপ্পী দুপুরে জানান, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৯ হাজার ৪৮১টি যানবাহন সেতু পারাপার হয়েছে। ঈদের আগে যানবাহনের চাপ ও সংখ্যা আরও বাড়তে পারে।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- যানবাহনের চাপ