বরিশালে চালু বিএনপির 'করোনা হেল্প সেন্টার'

করোনা রোগীদের চিকিৎসাসেবায় বরিশাল বিএনপি 'করোনা হেল্প সেন্টার' কার্যক্রম শুরু করেছে। ছবি: সমকাল
বরিশাল ব্যুরো
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০৮:৩২
করোনা রোগীদের চিকিৎসাসেবায় বরিশাল বিএনপি 'করোনা হেল্প সেন্টার' কার্যক্রম শুরু করেছে।
সোমবার দুপুরে নগরীর সদর রোড দলীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও মহানগরের সভাপতি মজিবর রহমান সরোয়ার।
এ সময় তিনি বলেন, স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকার দুর্নীতি হলেও সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। সরকারি কর্মকর্তারা মেডিকেল সরঞ্জাম ক্রয়ের নামে অর্থ লুটপাট করছেন। অথচ স্বাস্থ্য বিভাগের কোনো উন্নতি হচ্ছে না। তিনি করোনাকালীন দেশের জনগণকে এগিয়ে এসে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
অনুষ্ঠানে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জানান, ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে করোনা রোগীদের সেবা কার্যক্রম শুরু করেছেন তারা। করোনা সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টি এবং টিকার জন্য রেজিস্ট্রেশনের সহযোগিতা করা হবে। তাদের এ কার্যক্রমে সহায়তা করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
অনুষ্ঠানে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দিন আহমেদ বাবলুও বক্তৃতা করেন।
- বিষয় :
- করোনা হেল্প সেন্টার
- বিএনপি
- বরিশাল