চট্টগ্রাম নগরীর ৪১ ওয়ার্ডে ৩০৪ স্থানে কোরবানি

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০৮:৩৮
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ৪১ ওয়ার্ডে ৩০৪টি স্থানকে পশু কোরবানির জন্য নির্ধারণ করে সোমবার করপোরেশন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী জানিয়েছেন, প্রত্যেক ওয়ার্ডে জনগণের সুবিধা অনুযায়ী একাধিক স্থান নির্ধারণ করা হয়েছে। কোনো কোনো ওয়ার্ডে চার-পাঁচটি স্থানও রয়েছে। এসব স্থানে ত্রিপল টাঙানো হবে। পশু জবাইয়ের জন্য প্রতিটি স্থানে চসিক নিযুক্ত ইমাম থাকবেন। এ ছাড়া কোরবানিদাতার বসার ব্যবস্থা, পানি সরবরাহ এবং ব্লিচিং পাউডার মজুদ থাকবে। আমরা নগরবাসীকে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের জন্য আহ্বান জানাচ্ছি।
সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, বিগত বছরগুলোতে কোরবানির পশুর বর্জ্য অপসারণে চসিকের সুনাম রয়েছে। আমি চাই এর ধারাবাহিকতা বজায় থাকুক। এতে পর্যাপ্ত জনবল, ওয়াকিটকি, গাড়ি, কনটেইনার মুভার, টমটমসহ যা যা প্রয়োজন সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।
এর আগে চসিক বর্জ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি মোবারক আলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন, শফিকুল ইসলাম, হাসান মুরাদ বিপ্লব, আবদুল বারেক, অধ্যাপক মো. ইসমাইল, ওয়াসিম উদ্দিন চৌধুরী, এসরারুল হক, মো. ইলিয়াছ ও চসিক উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী।
- বিষয় :
- কোরবানি
- স্থান নির্ধারণ
- চসিক