ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বান্দরবানে পল্লী চিকৎসককে অপহরণের পর হত্যা

বান্দরবানে পল্লী চিকৎসককে অপহরণের পর হত্যা

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০৮:৩৯ | আপডেট: ১৯ জুলাই ২০২১ | ০৮:৪২

বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ক্যামলং পাড়ায় এক পল্লী চিকিৎসককে অপরহণের পর হত্যা করা হয়েছে। পরিবারের দাবি জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার সকালে বাকিছড়া এলাকার একটি ব্রিক ফিল্ডের পরিত্যক্ত দোকান থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, অংক্যথোয়াই মার্মা উগ্যকে রোববার বিকেলে কুহালংয়ের নিজ ফার্মেসি দোকান থেকে অস্ত্রের মুখে অপহরণ করা হয়। এই ঘটনায় এখনো কোন মামলা করা হয়নি।  

প্রতক্ষ্যদর্শী বাথুইমং মার্মা বলেন, দোকানের বাইরে থেকে চিৎকার করে কেউ একজন বলছে একে ধর ধর, মোবাইল নাও। চিৎকার শুনার পর দোকানের ভেতর থেকে বাইরে এসে দেখি অংক্যথোয়াই মার্মা উগ্যকে (৪২) পাশের ফার্মেসি দোকানে একদল অস্ত্রধারী সন্ত্রাসী বেঁধে রেখেছে। পরে মাহেন্দ্র গাড়ীতে করে তুলে নিয়ে যায়।

পরিবারের দাবি, অপহরণ করে হত্যার ঘটনার সঙ্গে মগ পার্টির সদস্যরা জড়িত থাকতে পারে। জায়গা জমি নিয়ে বিরোধের জেরে মগ পার্টিকে ব্যবহার করা হয়েছে বলে ধারণা পরিবারের সদস্যদের। 

নিহতের স্ত্রী চপ্রম্নথুই মার্মা বলেন, বান্দরবান পৌরসভার ১নং ওয়ার্ডের ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো: খাইরম্নল বশর এর সঙ্গে তার স্বামীর দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ রয়েছে। কয়েকবার তার স্বামী জেলেও গেছেন। জায়গা জমি বিরোধ ছাড়া তার স্বামীর সঙ্গে আর কারোর কোনো বিরোধ নেই।

সদর থানা ওসি শহীদুল ইসলাম জানান, এই ধরণের হত্যাকাণ্ড আগে দেখেননি। নিহতের মাথার পেছনের অংশ থেতলে গেছে। কিন্তু বাইরে থেকে তেমন কোনো ক্ষত চিহ্ন নেই। সোমবার সকালে বাকীছড়া ব্রিক ফিল্ডের পরিত্যক্ত একটি দোকান ঘর থেকে তার লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। 

আরও পড়ুন

×