একই নামে সংগঠন করায় ৫৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০৯:১১
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গঠনতন্ত্র না মেনে একই নামে আরেকটি প্রেস ক্লাব গঠন করায় ৫৩ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার গোবিন্দগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করা হয়।
শুনানি শেষে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান প্রধান টুকু বাদী হয়ে মামলাটি করেন।
মামলা সূত্রে জানা গেছে, গঠনতন্ত্র মেনে নিয়মতান্ত্রিকভাবে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান অভিনন্দনও জানিয়েছেন। কিন্তু একই নামে ৫৩ সদস্য বিশিষ্ট আরেকটি কমিটি করা হয়। ওই কমিটি যাতে প্রেস ক্লাব ভবনে বসে কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারে সে জন্য অস্থায়ী নিষেধাজ্ঞা চাওয়া হয়ে মামলায়।
বাদীপক্ষের আইনজীবী রাজিবুল হক রাজিব জানান, কেন অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে না, এ মর্মে আদালত সাতদিনের মধ্যে কারণ দর্শনোর নোটিশ জারি করেছেন।
সভাপতি খোকন আহম্মেদ (দৈনিক সংবাদ), সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক (দৈনিক জনসংকেত), সহ সভাপতি শাহ আলম সরকার সাজু (দৈনিক ভোরের কাগজ), মঞ্জুর হাবিব মঞ্জু (দৈনিক করতোয়া), সাধারণ সম্পাদক রাসেল কবির (মোহনা টিভি) ও সাংগঠনিক সম্পাদক উজ্জল হক প্রধানসহ (আনন্দ টিভি) ৫৩ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়।
- বিষয় :
- গাইবান্ধা
- গোবিন্দগঞ্জ
- মামলা
- সাংবাদিক