ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

কলমাকান্দায় অটোরিকশা চালক খুন

কলমাকান্দায় অটোরিকশা চালক খুন

নিহত অটোরিকশা চালক সেনারুলকে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়-সমকাল

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা

প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ২২:৪৫ | আপডেট: ১৯ জুলাই ২০২১ | ২২:৪৯

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সেনারুল (২৬) নামে ব্যাটারিচালিত এক অটোরিকশা চালক খুন হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কের আশারানি কুতিগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি সেনারুল উপজেলার পোগলা ইউনিয়নের পাবই গ্রামের কাদির উদ্দিনের ছেলে। পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক সেনারুল নিজেই অটোরিকশার মালিক ও চালক। 

নিহতের মামাতো ভাই হাবিবুর ইসলাম রাকিব বলেন, ফোন পেয়ে সেনারুল অটোরিকশা নিয়ে বের হন। অটোরিকশাটি ঘটনাস্থলে ছিল। চুরির উদ্দেশ্য থাকলে অটোরিকশাটি নিয়ে যেত। কে বা কারা তাকে পরিকল্পিতভাবে খুন করেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুরাকোণা থেকে আরেক অটোরিকশা চালক এ পথ দিয়ে যাওয়ার সময় সেনারুলকে কলমাকান্দা-ঠাকুরাকোণা সড়কের আশারানি কুতিগাঁওয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা সেনারুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. মনিরুজ্জামান সমকালকে জানান, রাত সোয়া ১০টার দিকে সেনারুলকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান কয়েকজন লোক। তার হাত, পা, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের দাগ রয়েছে। রক্তক্ষরণসহ গলায় দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যু নিশ্চিত করতে গলা চেপে ধরে রাখতে পারে।

নেত্রকোনার পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী জানান, ঘটনাস্থলে থানা পুলিশ ও ডিবি যৌথভাবে কাছ করছে। 


আরও পড়ুন

×