ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

হাটহাজারীতে নারিকেল ব্যবসায়ীকে খুন

হাটহাজারীতে নারিকেল ব্যবসায়ীকে খুন

মরদেহ উদ্ধার করছে পুলিশ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০০:৩৪

চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুরে আবদুল্লাহ আল মামুন (২৫) নামে এক নারকেল ব্যবসায়ীকে খুন করা হয়েছে। 

শনিবার সকাল ৯টায় সরকারহাট রেলস্টেশনের উত্তরে মাইট্টা পুল সংলগ্ন মরা ছড়ার পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মামুন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মোমেন শাহ বাড়ির মৃত মহিউদ্দিন মিস্ত্রির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মামুন সরকার হাটের নারিকেল ব্যবসায়ী ছিলেন। সেখানে তার নারিকেলের গুদাম রয়েছে। শুক্রবার বিকেলে তিনি ঘর থেকে দোকানের উদ্দেশ্যে বের হন। সন্ধ্যার পর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। শনিবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে সামান্য দূরে সরকারহাট রেলস্টেশনের উত্তরে মাইট্টা পুল সংলগ্ন মরা ছড়ার পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হলে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাৎ হোসেন ও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেন। তার কপালে ছুরির আঘাত, মাথা থেঁতলানো ও শরীরের বিভিন্ন অংশে জখম রয়েছে।

নিহতের বড় ভাই গিয়াস উদ্দিন রিয়াদ বলেন, শুক্রবার বিকাল ৪টায় আমার ভাই দোকানের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। সর্বশেষ রাত পৌনে ৮টায় তার সাথে ফোনে কথা হয়। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ির অদূরে তার মরদেহ উদ্ধার করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন সমকালকে বলেন, মামুন নামে এক নারিকেল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাথায় ছুরিকাঘাত ও ধারালো অস্ত্রের আঘাতে তাকে খুন করা হয়েছে।  এ ঘটনায় থানায় মামলা হবে। রহস্য উদঘাটন করে জড়িতদের আটকে আমরা কাজ করে যাচ্ছি। 

আরও পড়ুন

×