ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

ঘর থেকে যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

ঘর থেকে যুবকের হাত পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৪:২১

জামালপুরের সরিষাবাড়ীতে হাত-পা বাঁধা অবস্থায় লিটন মিয়া (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে পৌর এলাকার তারিয়াপাড়া গ্রামের বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মারা যাওয়া লিটন মিয়া একই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় শিমলা বাজার বাস টার্মিনালে করম আলীর হোটেলে কর্মচারীর কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়  সূত্রে জানা যায়, শুক্রবার হোটেলের কাজ শেষে রাতে বাড়ি চলে আসেন লিটন। শনিবার সকালে কাজে না যাওয়ায় হোটেলের মালিক করম আলী লিটনকে ডাকতে তাদের বাড়িতে যান। অনেক ডাকাডাকির পর লিটন সাড়া না দেওয়ায় করম আলী দরজায় ধাক্কা দেন। এ সময় দরজা খুলে গেলে ঘরে গিয়ে তিনি হাত পা বাঁধা অবস্থায় লিটনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে আশপাশের লোকজন ঘটনা জানতে পেরে থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আয়। লিটন মিয়া বাড়িতে একাই ছিলেন বলে জানা গেছে।   

সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট ছাড়া বলা যাচ্ছে না যে এটা হত্যা না আত্মহত্যা।

আরও পড়ুন

×