ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার

নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৭:২২

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ তিন কিশোরীকে তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিল তারা।

শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুরের একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়। কিশোরীদের সবার বাড়ি উপজেলার কালিকাপুর ইউনিয়নে।

চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা গেছে, ১৭ আগস্ট স্থানীয় মাদ্রাসা ও স্কুলের ওই তিন ছাত্রী বাবা-মায়ের কাছে প্রতিষ্ঠানের অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে তিনজন এক হয়ে কুমিল্লার কোনো গার্মেন্টে চাকরি করার সিদ্ধান্ত নেয়। পরে তারা সদর দক্ষিণ উপজেলার মধ্যম আশ্রাফপুরে ব্যাচেলর হিসেবে বাড়ি ভাড়া নেয়। তাদের খুঁজে না পেয়ে থানায় জিডি করেছিলেন অভিভাবকরা।

এরপর পুলিশ শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক আবদুল কাদেরের নেতৃত্বে একটি টিম ওই বাসা থেকে তিনজনকে উদ্ধার করে। তিন কিশোরীকে তাদের অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও পড়ুন

×