করোনায় ছয় ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৮:১৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলিয়াবাদ গ্রামের বড় বাড়ির বাসিন্দা সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম (৮১) করোনায় আক্রান্ত হয়ে মারা যান শনিবার সকাল ৬টায়।
ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়। তার স্ত্রী খাদিজা বেগমও (৭১) করোনা আক্রান্ত হয়ে একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দাফনের জন্য বাবা আবুল কাসেমের লাশ নিয়ে বাড়িতে ফিরছিলেন সন্তানরা। পথে খবর পান দুপুর ১২টার দিকে মারা গেছেন মাও। ছয় ঘণ্টার ব্যবধানে বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন সন্তানরা।
শনিবার বাদ আসর জানাজা শেষে আবুল কাসেমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। বাদ মাগরিব জানাজা শেষে স্বামীর কবরের পাশে দাফন করা হয় খাদিজার লাশ।
আবুল কাসেম ও খাদিজা বেগম নবীনগর প্রেস ক্লাবের সাবেক সদস্য আল মামুন ও আল মাসুম রাব্বির বাবা-মা। এই দম্পতি তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
- বিষয় :
- স্বামী-স্ত্রীর মৃত্যু
- করোনাভাইরাস
- নবীনগর